24 ALL BANGLADESH NEWS

আমিরাতের ভাস্কর্যগুলো দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ

TECH NEWS

1,459
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আবদুল্লা আলী আলমউদি। ঢাকা, ৮ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

আমিরাতেও শত বছরের পুরোনো অনেক ভাস্কর্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আবদুল্লা আলী আলমউদি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আবদুল্লা আলী আলমউদি আরও বলেন, আমিরাতের ভাস্কর্যগুলো তাঁদের দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ; যা পরিবর্তনের কোনো বিষয় নেই।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, একই বছর ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইউএই প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকেই আরব আমিরাতের অনেক ভূমিকা ছিল।’

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান, চট্টগ্রামের মীরসরাইয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগরীতে ইউএইর পক্ষ থেকে ইতিমধ্যেই ইকোনমিক জোনের জন্য জায়গা চাওয়া হয়েছে। তাদেরকে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে অনুরোধ জানানো হয়েছে।
হাছান মাহমুদ বলেন, ‘আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সম্মানে ১০০ একরের বেশি জায়গা দেওয়া হয়েছে। সেখানে একটি ম্যাটারনিটি হাসপাতাল এবং নার্সিং ট্রেনিং সেন্টার, খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ আর কী স্থাপনা তৈরি হতে পারে, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।’

সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আবদুল্লা আলী আলমউদি এ সময় বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছেন বলে জানান।

বৈঠকে সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তথ্যসচিব খাজা মিয়া এবং মন্ত্রীর দপ্তর ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

80%
Awesome
  • Design
1 Comment
  1. Tanjid Bangla says

    the best newspaper Website in Bangladesh

Leave A Reply

Your email address will not be published.